Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পিএসসি’র সদস্য শাহজাহান আলী মোল্লা কাল রাজবাড়ীতে আসছেন

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)’র সদস্য ও রাজবাড়ী জেলার কৃতি সন্তান মোঃ শাহজাহান আলী মোল্লা আগামীকাল ২৫শে আগস্ট রাজবাড়ী সফরে আসছেন। সফরসূচী অনুযায়ী, আগামীকাল ২৫শে আগস্ট দিন সকাল ৭টায় তিনি ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়কপথে রাজবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করবেন। বেলা ১১টায় রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন এবং জেলা প্রশাসকের সঙ্গে তিন বছর মেয়াদী অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করবেন। দুপুর ১২টায় তার গ্রামের বাড়ী বালিয়াকান্দি উপজেলার রাজধরপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে পৌঁছে আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে রাজবাড়ীতে প্রত্যাবর্তন করবেন। বিকাল ৪টায় রাজবাড়ী হতে দৌলতদিয়া ফেরী ঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।