Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অটোরিক্সা ও অটোটেম্পু মালিকদের দুইটি সংগঠনকে জেলা প্রশাসনের নির্দেশনা

॥স্টাফ রিপোর্টার॥ ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী অন্তর্ভুক্ত করা নিয়ে বিবাদমান দুই সংগঠনকে নির্দেশনা প্রদান করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
সংগঠন দুইটি হলো-শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(ঢাকা-৩৩১৫)’ এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(টিও-১৩/১৩)’।
গত ২৪শে জানুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ কাওছার হোসেনের স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(ঢাকা-৩৩১৫)’ ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী অন্তর্ভুক্ত করতে পারবে না। ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী ছাড়া অন্য সকল ধরণের থ্রি-হুইলার গাড়ীর মালিকদের সমন্বয়ে তাদের মালিক সমিতি গঠিত হবে।
অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(টিও-১৩/১৩)’ তাদের সংগঠনে শুধুমাত্র এ জেলার সকল ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ীর মালিকদের অন্তর্ভুক্ত করতে পারবে। ডিজেল চালিত ছাড়া অন্য কোন ধরণের থ্রি-হুইলার গাড়ীর মালিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করতে পারবে না। সংগঠন দু’টিকে তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের গঠনতন্ত্র ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করলে কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অমান্য করলে সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ীর পুলিশ সুপার, এবং সহকারী পরিচালক বিআরটিএ রাজবাড়ী সার্কেলকে নির্দেশনার অনুলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী(মাহেন্দ্র) সংগঠনভুক্ত করা নিয়ে দীর্ঘদিন ধরে উল্লেখিত সংগঠন ২টির মধ্যে বিরোধ চলে আসছে। ‘রাজবাড়ী জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি(ঢাকা-৩৩১৫)’র মূল গাড়ীগুলোই হচ্ছে বর্তমানে পুরাতন হয়ে যাওয়া পেট্রোল চালিত টেম্পু।
অপরদিকে ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ী(মাহেন্দ্র জাতীয়) চলাচল শুরু হওয়ার পর শুধুমাত্র সেই গাড়ীগুলোকে নিয়ে ‘রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপ(টিও-১৩/১৩)’ গঠিত হয়। কিন্তু অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি (৩৩১৫) ডিজেল চালিত থ্রি-হুইলার গাড়ীগুলো তাদের সংগঠনে অন্তর্ভুক্ত করা শুরু করলে ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের (১৩/১৩) সাথে বিরোধ সৃষ্টি হয়। ডিজেল চালিত অটোরিক্সা ও অটোটেম্পু মালিক গ্রুপের (১৩/১৩) অভিযোগের প্রেক্ষিতে কয়েক মাস পূর্বে রাজবাড়ী জেলা প্রশাসন অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির(৩৩১৫) নির্বাচন বন্ধ করে দেয়। এরপর শ্রম অধিদপ্তরের ২৫/০৯/২০১৬ইং তারিখের আরটিইউ/ঢাকা-৩৩১৫/৭৬৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ২৭/১১/২০১৬ ইং তারিখের বাম/টিও-১/জি-৪/২০১৩/৩৫৪নং স্মারকের আলোকে রাজবাড়ী জেলা প্রশাসন এই নির্দেশনা জারী করল।