Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে প্রধান জামাত সকাল ৮টায়

॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী শহরে ঈদের প্রধান জামাত রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় ঈদগাঁহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও সদর উপজেলা পরিষদের ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর অন্যান্য ব্যবস্থাপনায় জেলার যেসব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেগুলো স্থানীয় কমিটির নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ৯ই আগস্ট অনুষ্ঠিত ঈদুল আযহা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, এবার রাজবাড়ী পৌরসভা এলাকায় কোরবানীর জন্য ৩৭টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। এর বাইরে যারা ব্যক্তিগতভাবে কোরবানী দিবেন তারা পৌরসভার মনিটরিং সেলে জানালে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এসে বর্জ্য অপসারণ করবে।