Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

॥দেবাশীষ বিশ্বাস॥ ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিত করণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আইভি রহমানে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী,এমপি।
আলোচনা সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা আ’লীগের সহ-সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এরশাদ, জেলা যুবলীগের আহবায়ক মোঃ আবুল হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।