॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ঢাকা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলামের সঞ্চালনায় গতকাল ২০শে আগস্ট বেলা ১২টায় ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে স্কাউট ও গার্লস গাইডের ভূমিকা’ শীর্ষক এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এই ভিডিও কনফারেন্সে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ ঢাকা বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টরা ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে যুক্ত হন।
ভিডিও কনফারেন্স চলাকালীন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে ডিডিএলজি এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমীন, জেলা স্কাউটসের সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুল করিম, টেকনিশিয়ান মাসুদুর রহমান, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আবু ইউসুফ খান, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক সুকুমার বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের সম্পাদক অখিল কুমার কুন্ডু এবং জেলা স্কাউটস ও গার্লস গাইডের এর সকল ইউনিটের সিনিয়র রোভার ম্যাট/রোভার ম্যাটবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স চলাকালীন বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরের আইসিটি ডিভিশন থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইন ও নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।