Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিনম্র শ্রদ্ধায় রাজবাড়ীর সাবেক গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের শাহাদত বার্ষিকী পালিত

॥শিহাবুর রহমান/চঞ্চল সরদার॥ গভীর শোক আর বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় গতকাল ১৮ই আগস্ট বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারণ করেন নেতাকর্মীরা। এরপর জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ের মুক্তমঞ্চে কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধাঞ্জলী শেষে মরহুমের কবর জিয়ারত করা হয়।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মরহুমের বড়পুত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা মহিলা লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মরহুমের মেঝপুত্র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ অহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন শিকদার, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা কানিজ ফাতেমা চৈতী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল ও আবুল হোসেন কলেজের প্রভাষক শামীমা আক্তার মুনমুন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা মরহুম কাজী হেদায়েত হোসেনের জীবনীর ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংস হত্যাকান্ডের ৩দিনের মাথায় এই দিনে রাজবাড়ী শহরের কলেজ রোড এলাকায় এ অঞ্চলের কিংবদন্তী রাজনীতিবিদ কাজী হেদায়েত হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।