॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল শুক্রবার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, পারিবারিক আয়োজনে পাংশা পৌরসভার বিভিন্ন মসজিদ, যশাই ইউপির বিভিন্ন মসজিদ, এছাড়া উপজেলার মাছপাড়া ও কলিমহর ইউপিসহ বিভিন্ন মসজিদে মরহুম বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৬ই আগস্ট সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর অশ্রুসিক্ত ভালবাসায় চির বিদায় নিয়েছেন পাংশার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল হাই(হাই সাহেব)। আওয়ামী লীগের ত্যাগী নেতা খান আব্দুল হাই গত বৃহস্পতিবার ভোররাত পৌনে ৫টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাংশায় বিভিন্ন মসজিদে খান হাই’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
