॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানায় গত ১৫ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে পাংশা শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে পাংশা মডেল থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যোহর নামাজের পর পাংশা মডেল থানায় আলোচনা, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুল রহমান মোস্তফা, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, এস.আই সেকেন্দার হোসেন, এএসআই মোঃ মুকুল মোল্লা ও কনস্টবল(কম্পিউটার অপারেটর) আল আমীন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্ট শহীদ সকল সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে অনেক মর্যাদা দিয়েছে। আমরা রাষ্ট্রের, আমরা গণপ্রজাতন্ত্রের। তাই রাষ্ট্র সুরক্ষার দায়িত্ব আমাদের। জাতীয় শোক দিবসের এই দিনে এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস, পাংশা মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কনস্টবলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।