॥মোক্তার হোসেন॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভূক্ত পাংশা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পাংশা ইউসিসিএ লিমিটেড’র চেয়ারম্যান এবিএম লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, সমবায় কর্মকর্তা কামরুন্নাহার ও সমবায়ী প্রতিনিধি শামসুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ উপজেলা পরিষদের জোড়াবাড়ীর ভাড়া পল্লী উন্নয়ন অফিসকে প্রদান এবং পল্লী উন্নয়ন অফিসের বাউন্ডারী প্রাচীর নির্মাণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে পাংশা ইউসিসিএ লিমিটেড’র চেয়ারম্যান এবিএম লিয়াকত আলী খান ইউসিসিএ লিমিটেডের কর্মচারীদের বেতনভাতা প্রাপ্তির জটিলতা দূরীকরণে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং সমিতির আবর্তিক ঋণ তহবিল বরাদ্দ বৃদ্ধির দাবী জানান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলার ৫০টি সমিতির প্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।