Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

॥মনির হোসেন॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করে। সকালে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের পক্ষে কালুখালী উপজলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদসহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে।
পরে অনুষ্ঠিত হয় র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, কালুখালী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সার্জেন্ট(অবঃ) আকামত আলী মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল খালেক, মাঝবাড়ী আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল বাশার চৌধুরী।
আলোচনার শেষে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তর কর্তৃক ৫লক্ষ ৭০হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, প্রতিবন্ধীদের অনুদানের ১২ লক্ষ ৮০ হাজার টাকার, রোগের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকার, স্বেচ্ছাসেবী সংস্থার অনুদান বাবদ ৬৪হাজার টাকার, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৬জনের মধ্যে ৩ লক্ষ ২০হাজার টাকার যুবঋণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রানালয় কর্তৃক প্রদত্ত শান্তি কল্যাণ সংস্থা নামের একটি প্রতিষ্ঠানের মধ্যে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।