Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শ্রীপুর থেকে গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের শ্রীপুরে বাস টার্মিনাল এলাকা থেকে গত ২৪শে জানুয়ারী বিকেলে ১০০গ্রাম গাঁজাসহ মাহাবুব ফকির(২২) নামে এক মাদক বিক্রেতাকে পুলিশ আটক করেছে।
সে বরাট ইউনিয়নের এলাইল গ্রামের সোহরাব ফকিরের ছেলে। তবে সে বর্তমানে সড়ক ও জনপথ অফিসের পিছনে আতিয়ারের বাসায় ভাড়া থাকতো।
রাজবাড়ী থানার এস.আই মোঃ বদিয়ার রহমান জানান, গত ২৪শে জানুয়ারী বিকেল সাড়ে ৬টার দিকে শ্রীপুর বাস টার্মিনালের যাত্রী ছাউনীর সামনে গাঁজা বিক্রিকালে মাহাবুব ফকিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদক আইনে রাজবাড়ী থানায় মামলা করা হয়েছে।