Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সূফির জামালপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামের বাড়ীতে গত ১৩ই আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গৃহকর্তা সামছুল আলম সূফি জানান, ঘটনার রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ীর প্রাচীর টপকে ভিতরে ঢুকে গেস্টরুমের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আমার নাতী সামিউল আলম সোহাগকে মারধর করলে তার চিৎকার শুনে আমরা বাড়ীর দরজা খুলতেই ডাকাতরা আমাদেরকেসহ বাড়ীর ভাড়াটিয়াদেরকে আমার ঘরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে। তাদের হাতে থাকা পিস্তল, দা, কিরিচ, চাপাতিসহ দেশীয় অস্ত্র আমাদের মাথায় ঠেকিয়ে আলমারীর চাবি চাইলে আমার স্ত্রী ফিরোজা বেগম চাবি দিয়ে দিলে তারা আলমারী থেকে নগত ২লক্ষ ৭৫হাজার টাকা, ৭ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় আমার মোটর সাইকেলের তেলের লাইনসহ মোটর সাইকেলের নাটবল্টু খুলে রেখে আমাদেরকে ঘরে রেখে বাহির থেকে তালা দিয়ে রেখে যায়।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ কর্মকর্তাগণসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী ফকির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।