Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃস্থ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে —রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি(আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১০০জন দুঃস্থ আরইআরএমপি কর্মীর মাঝে তাদের সঞ্চয়ী অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন। বিদ্যুৎ, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা সহ নানা কর্মসূটি চালু করেছেন। বিগত বিএনপি সরকার এসব কিছুই করে নাই। বিএনপি সরকারের সময়ে এলাকায় বিদ্যুতের ১টি খুঁটিও গাড়া হয় নাই। রাস্তা-ঘাটের কোনো উন্নয়ন করা হয় নাই। শেখ হাসিনা রাস্তা-ঘাটের উন্নয়ন করছে বলেই আপনারা আরইআরএমপি প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনাসহ আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা প্রকৌশল অফিসের সিও মোঃ নিজাম উদ্দিন।
জানাযায়, উপজেলার ১০টি ইউনিয়নের ১শ’ জন দুঃস্থ আরইআরএমপি কর্মীর মাঝে তাদের সঞ্চয়ী অর্থের মোট ৭৭লাখ টাকার চেক এবং প্রত্যেকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।