Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিভিন্ন জলাশয়ে ৫০০ কেজির মতো বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সরকারী রাজস্ব কর্মসূচীর আওতায় এ পোনা মাছ অবমুক্তের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) শেখ মোঃ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা ও সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, প্রায় ১লক্ষ টাকা ব্যয়ে রুই, কাতলা, কালিবাউস, মৃগেল জাতীয় মাছের পোনা গোয়ালন্দ উপজেলা পরষিদের পুকুরসহ ৫টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।