Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার শিক্ষকদের বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল দিনব্যাপী এ প্রশিক্ষনে ৪০জন শিক্ষক অংশগ্রহন করেন।
শিক্ষকদের তথ্য যোগাযোগ ও প্রযুক্তির(আইসিটি) বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রগ্রামার মোছাঃ মাহবুবা আক্তার।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
নিজস্ব উদ্যোগে এই আইসিটি প্রশিক্ষণের আয়োজন করেছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিন বলেন, ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে ইন্টারনেট মাল্টিমিডিয়া ক্লাস রুম, ডিজিটাল পাঠ্যক্রম ও ব্যবস্থাপনার পদ্ধতির কোন বিকল্প নেই। এসব বিষয়ে প্রশিক্ষণে জ্ঞান দেওয়া হচ্ছে।