Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর আদালতে ৪জনের নামে মামলা বালিয়াকান্দির গৃহবধুকে অপহরণ করে ঢাকায় নিয়ে গণধর্ষণের অভিযোগ

॥স্টাফ রিপোর্টার॥ কু-প্রস্তাবে রাজী না হওয়ায় বালিয়াকান্দি উপজেলার খালিয়া মধুপুর গ্রামের এক গৃহবধুকে অপহরণের পর ঢাকায় নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ অভিযোগে ওই গৃহবধু গতকাল ১৪ই আগস্ট রাজবাড়ীর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৪জনের নামে মামলা দায়ের করেছেন।
মামলায় খালিয়া মধুপুর গ্রামের সিরাজ মন্ডল, মোস্তফা মন্ডল, ইউনুচ মোল্লা ও বড় হিজলী গ্রামের মোক্তার হোসেনকে আসামী করা হয়েছে।
মামলা সুত্রে জানাযায়, ওই গৃহবধুর স্বামীর বাড়ী ও উল্লেখিতদের বাড়ী পাশাপাশি হওয়ায় সিরাজ মন্ডল তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজী না হয়ে বিষয়টি তার স্বামীকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৯ই আগস্ট দুপুরে ওই গৃহবধূ নারুয়া বাজারে ব্র্যাক অফিস থেকে ৫০হাজার টাকা লোন উত্তোলন করে তার পিতার বাড়ী যাচ্ছিল। পথিমধ্যে তেকাটি ব্রীজের উপর থেকে উল্লেখিতরা জোর পূর্বকভাবে তাকে মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় সে চিৎকার দিলে তারা তার নাকে রুমাল ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে সিরাজ তাকে ঢাকায় তার এক আত্মীয়র বাসায় নিয়ে আটকে রাখে এবং ওই দিন রাতে সে তাকে ধর্ষণ করে। এরপর ওই গৃহবধুকে অজ্ঞাত আরো দুইজন ধর্ষণ করে। এভাবে দুই দিন তাকে ওই বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়। এতে সে অসুস্থ্য হয়ে পড়লে সিরাজ তাকে মোক্তার হোসেনের বাসায় নিয়ে আসে। সেখানেও সিরাজ তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে সে ওই বাড়ী থেকে মোবাইলে বিষয়টি তার বাবাকে জানায়। এরপর তার বাবা লোকজন নিয়ে গত ১১ই আগস্ট রাতে মোক্তার মোল্লার বাড়ী থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে গতকাল ১৪ই আগস্ট আদালতে মামলাটি দায়ের করেন।