Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির জামালপুর বাজার থেকে ইয়াবাসহ নরসুন্দর গ্রেপ্তার

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ১২ই আগস্ট রাত ৮টার দিকে জামালপুর বাজারের নিজ সেলুন থেকে ১১পিস ইয়াবাসহ নরসুন্দর পলাশ কুমার (২৬)কে গ্রেফতার করেছে। সে জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামের দেবেন দাসের ছেলে।
বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবু কালাম ভূঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বিল্লাল এবং এএসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জামালপুর বাজারে অভিযান চালিয়ে পলাশকে গ্রেফতার করে। সে সেলুনে নরসুন্দরের কাজের পাশাপাশি মাদক বিক্রি করে আসছিল।
এ ঘটনায় এস.আই বিল্লাল বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করেছে। গতকাল ১৩ই আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়।