Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় ৩দিনের ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৪টার দিকে র‌্যালী শেষে ফিতা কেটে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা-২০১৮ উদ্বোধন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান।
অনুষ্ঠানে ১৪টি প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ বৃক্ষচারা বিতরণ করা হয়। সেই সাথে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পাংশা বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহিদুর রহমান ও উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।