॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল ১২ই আগস্ট সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, নবাগত জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ওয়ালী উল্লাহ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব ও জেলা জাসদের(ইনু) সভাপতি আহমেদ নিজাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটির উপদেষ্টা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনায় গত ঈদে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোন রকম যানজট ছাড়াই গাড়ী পারাপার করা সম্ভব হয়েছে। যার ফলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমি আশা করবো গতবারের ন্যায় এবারও সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোন রকম যানজট ছাড়াই গাড়ী পারাপার করা সম্ভব হবে।
তিনি বলেন, আমার কাছে একটি অভিযোগ এসেছে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্কুলের পরীক্ষায় ধর্মীয় মূল্যবোধকে আঘাত করে প্রশ্নপত্র করা হয়েছে। যেহেতু বিষয়টি জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন, সেহেতু তিনি তদন্ত করে রিপোর্ট দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে নদী ভাঙ্গন দেখা দিয়েছে সেহেতু দৌলতদিয়া ঘাট সচল রাখাসহ নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রতিমন্ত্রী বলেন, অভিযোগ রয়েছে ভাঙ্গন প্রতিরোধে দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন জায়গায় যে পরিমাণ বস্তা ফেলার কথা ছিল পানি উন্নয়ন বোর্ড সে পরিমাণ বস্তা ফেলছেন না। তাদেরকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে তিনটি ধাপে যে উন্নয়ন করা হচ্ছে সেগুলোর মধ্যে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী বাস টার্মিনাল পর্যন্ত কিছুটা গতিতে চললেও টার্মিনাল থেকে জেলখানা পর্যন্ত কাজের গতি অত্যন্ত মন্থর। যাতে রাজবাড়ী বাস টার্মিনাল থেকে জেলখানা পর্যন্ত কাজের গতি আরও বৃদ্ধি ও জেলখানা থেকে রাজবাড়ী জেলার শেষ সীমানা পর্যন্ত কাজ শুরু করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চাপ দিতে সড়ক ও জনপথ বিভাগকে প্রতিমন্ত্রী নির্দেশ দেন।
তিনি বলেন, রাজবাড়ীর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ করে ৫নং ওয়ার্ডে বছরের পর পর ড্রেন পরিষ্কার না করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের পক্ষ থেকে পৌর মেয়রকে চিঠি দেওয়া হলেও কোন রকম পদক্ষেপ গ্রহণ বরা হচ্ছে না। যাতে জনদুর্ভোগ চরমে উঠেছে। আমি আশা করবো বিষয়টি গুরুত্ব দিয়ে জনদুর্ভোগ লাঘবে পৌরসভা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি গত কয়েকদিন আগে রাজবাড়ীতে ২টি নৃশংস হত্যাকান্ডের ঘটনা, বালিয়াকান্দি ও গোয়ালন্দে কিছুদিন আগে আরো ২টি হত্যাকান্ডের সাথে জড়িতদের স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন। এছাড়াও আর ঈদের সময় যাতে অপরাধী চক্র অপরাধ সংঘটিত করতে না পারে সে বিষয়ে জেলা পুলিশ ও আইন-শৃঙ্খলার সাথে জড়িত বাহিনীসমূহকে তৎপর হয়ে কাজ করার আহবান জানান।
এছাড়াও তিনি তার বক্তব্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা ও মানবন্ধনের নিন্দা জানান এবং রাজবাড়ী শহর রক্ষা বাঁধের জন্য ক্ষতির কারণ হতে পারে ওই সকল বালুমহালের ইজারা বাতিল ও বেড়ী বাঁধ সংলগ্ন বালুর পাহাড় অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসককে নিদের্শ প্রদান করেন।
সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, ছাত্ররা যে আন্দোলন করেছে তাতে তারা আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হয়। কিন্তু বর্তমানে অনেক সময়ই দেখা যায়, জেলা পুলিশের অনেক সদস্যই মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করছেন না। যা খুবই দুঃখজনক। তিনি জেলা পুলিশের প্রতিটি সদস্যকে রাস্তায় মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বলেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের নামে পাংশা থানায় ১৩৪, ৩২৩ ও ৫০৬ ধারায় যে হয়রানীমূলক মামলা এবং রাজবাড়ীতে মানববন্ধন না করে ঢাকায় কিছু সাংবাদিকদের নিয়ে যে মানববন্ধন করা হয়েছে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বালিয়াকান্দিতে পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার হওয়া ইঞ্জিনিয়ার আমির আলী মল্লিকসহ গোয়ালন্দ, বানীবহ ও মূলঘরের ৪টি হত্যাকান্ডের সঠিক তদন্তের মাধ্যমে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান তার বক্তব্যে বলেন, বিভিন্ন হত্যাকান্ডের রহস্য উন্মেচন ও আসামীদের গ্রেফতারের ক্ষেত্রে পুলিশকে অনেক ক্ষেত্রেই গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হয়। যার কারণে অনেক হত্যাকান্ডের তদন্ত কি পর্যায়ে আছে তার সঠিক তথ্য জনসম্মুখে প্রকাশ করা সম্ভব হয় না। রাজবাড়ীতে বানীবহ, মূলঘর ও গোয়ালন্দে হত্যাকান্ডের আসামী গ্রেফতারসহ মূল রহস্য উদঘাটনের অনেক অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে। এক্ষেত্রে আমি এতটুকুই বলতে পারি, হয়তো কিছুদিনের মধ্যেই আমরা হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনসহ আসামীদের গ্রেফতারে সক্ষম হবো।
তিনি বলেন, গতবারের ন্যায় এবারও জেলা পুলিশ সকলের সাথে ঘাট ব্যবস্থাপনায় কাজ করবে। আসন্ন ঈদে যাতে জেলার আইন-শৃঙ্খলার কোনরকম অবনতি না হয় সে ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। আর পুলিশের হেলমেট ব্যবহারের ক্ষেত্রে পুলিশই পুলিশের বিরুদ্ধে মামলা করেছে। এক্ষেত্রে আইনের ঊর্ধ্বে কেউ নয়।
এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ওয়ালী উল্লাহ তার বক্তব্যে বলেন, রাজবাড়ীতে কোন ড্রাইভিং লাইসেন্স বা কোন রকম অনুমোদন ছাড়াই প্রচুর পরিমাণ ব্যাটারী চালিত অটোরিক্সা(ইজিবাইক) সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে। এক্ষেত্রে অদক্ষ ও কম বয়সী অনভিজ্ঞ চালকদের দ্বারা প্রতিনিয়িত ছোট ছোট দুর্ঘটনা ছাড়াও মাঝে মধ্যেই বড় ধরণের দুর্ঘটনা ঘটছে। যাতে অনেক ক্ষেত্রেই যাত্রীরা পঙ্গুত্ববরণসহ নিহতও হচ্ছে। এছাড়া রিক্সা ও অটোরিক্সায় চোখের জন্য ক্ষতিকর নিষিদ্ধ এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে প্রচলিত আইন অনুযায়ী সঠিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
এছাড়াও অন্যান্য বক্তাগণ ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন, বালুমহালের ইজারা বাতিল, নদী ভাঙ্গন প্রতিরোধ, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, আগামী ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আমি আশা করবো জাতীয় শোক দিবসে জাতীয় কর্মসূচীসহ সকল কর্মসূচীতে সকলে অংশগ্রহণ করবেন। এছাড়াও এই আগস্ট মাসে আরো ২টি রাষ্ট্রীয় প্রোগ্রাম ঈদুল আযহা ও ২১শে আগস্ট স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার দিনটিকে যথাযথভাবে পালন করা হবে।
তিনি বলেন, আমাদের সকলের জানা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট দিয়ে আসন্ন ঈদে অনেক মানুষ যাতায়াত করবে। যার জন্য দৌলতদিয়া ঘাটে যাত্রীদের পারাপারের জন্য ২১টি ফেরী ও পর্যাপ্ত লঞ্চ থাকবে। নদীতে প্রচন্ড স্রোত থাকার পরও যাতে যাত্রীরা নিরাপদে পারাপার হতে পারে সেই লক্ষ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করবে।
তিনি আরো বলেন, ২টি মর্মান্তিক হত্যাকান্ড ছাড়া বর্তমানে রাজবাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো রয়েছে। ২টি হত্যাকান্ড আমাদের জন্য একটি অ্যালার্মিং। আমি আশা করবো ২টি হত্যাকান্ডসহ বালিয়াকান্দি ও গোয়ালন্দে কিছুদিন আগে যে হত্যাকান্ড সংঘটিত হয়েছে সেসব হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও আসামীদের গ্রেফতারে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফরিদপুর থেকে রাজবাড়ী পর্যন্ত ৩৩ কেভির নতুন সঞ্চালন লাইনের মাধ্যমে বর্তমানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আশা করা যায় এর ফলে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।
ঢাকায় ২জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষার জন্য ট্রাফিক সপ্তাহের সময়সীমা আরও ৩দিন বৃদ্ধি করা হয়েছে এবং যানবাহনের লাইসেন্সসহ যাবতীয় কাগজ বিআরটিএ সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত খোলা রেখে সকলকে গাড়ীর কাগজপত্র হালনাগাদ করার সুযোগ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিস, বালুমহাল ইজারা, সড়ক বিভাগের দৌলতদিয়া ঘাটের অ্যাপ্রোস রোড, রাস্তা মেরামত, বালিয়াকান্দিকে প্রশ্নপত্রে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অবমাননার বিষয়, নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, শিশু নির্যাতন, পৌরসভা কর্তৃক ড্রেন পরিষ্কার না করা, পাংশার এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের অভিযোগ, লোডশেডিংসহ যে সমস্ত বিষয়ে অভিযোগ এসেছে ও আলোচনা করা হয়েছে সেসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়াও তিনি আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপনায় জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকল বিভাগের সাথে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপিকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করেন।