Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১২ই আগস্ট দুপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহিদুর রহমান, পাংশা উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি বীরেন্দ্র নাথ সরকার ও সাধারণ সম্পাদক চন্ডী সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
জানাযায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসী তথা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন। সে আলোকে পাংশা উপজেলায় আদিবাসী ১শ’ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও অক্সফোর্ড বাংলা ও ইংরেজী ডিকশনারী এবং ৪৩২জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ টাকা বরাদ্দ হয়। গতকাল রবিবার সুবিধাভোগীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃত্তির টাকা বিতরণ করা হয়।