॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট ইউনিট লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল ১২ই আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
স্কাউটস কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি রনজিৎ কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিঞা, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা, বাধুলী খালকুলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মমিন, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মুরাদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্কাউট ইউনিট লিডাররা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সম্পাদক ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অখিল কুমার কুন্ডু।
সমন্বয় সভা শেষে একই স্থানে ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিযোগিতার সদস্য সচিব কাজী এজাজ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দিতে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট লিডারদের সমন্বয় সভা
