Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় উপজেলায় জাতীয় শোক দিবসের ৩দিনের কর্মসূচী শুরু

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচী গতকাল রবিবার থেকে শুরু হয়েছে।
গতকাল রবিবার পাংশা শিল্পকলা একাডেমীতে উপস্থিত বক্তৃতা(বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর), চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নির্ধারিত বক্তৃতা (বঙ্গবন্ধুর ভাষণ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানাযায়, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির তাসমিয়া খাতুন প্রথম, পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের জারিন দ্বিতীয় ও একই বিদ্যালয়ের তামান্না সাঈদ তৃতীয় স্থান লাভ করেছে। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ‘খ’ বিভাগে এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ১০ শ্রেণির সাদিয়া ইসলাম প্রথম, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ইকরা দ্বিতীয় ও পাংশা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির অর্ণব সাহা তৃতীয় স্থান লাভ করে। নির্ধারিত বক্তৃতা (বঙ্গবন্ধুর ভাষণ) প্রতিযোগিতায় পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির তাসমিয়া খাতুন প্রথম, একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ইকরা দ্বিতীয় ও পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির তামান্না সাঈদ তৃতীয় স্থান লাভ করেছে।
প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনায় পাংশা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাহিদুর রহমান, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন ও পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।