Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খানখানাপুরে বৃদ্ধা মায়ের জমি লিখে নেয়ায় সন্তান কারাগারে

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বৃদ্ধা মায়ের সহায় সম্বল কৌশলে লিখে নেয়ায় আটক অভিযুক্ত সন্তানকে গতকাল ২৪শে জানুয়ারী বিকেলে কারাগারে প্রেরণ করেছে আদালত।
ওই বৃদ্ধা আনোয়ারা বেগম (৬৫)জানান, তার স্বামী মমিন কাজী মারা যাওয়ার পর খানখানাপুর কৃষ্ণপুর মৌজার ৩৮ শতাংশ জমির মালিকানা হন তিনি। সেই জমির ফসল, গাছপালা ও মাটি বিক্রি করে তার সংসার চলতো। গত ১০ই জানুয়ারী তার বড় ছেলে রফিক কাজী(৪০) ব্যাংক লোনের গ্যারান্টার হিসেবে কাগজে সই করার কথা বলে তাকে রাজবাড়ী সদর সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়ে আসে। সেখানে তাকে দিয়ে কয়েকটি কাগজে সই করায় সে। পরবর্তীতে তিনি জানতে পারেন ওই ৩৮শতাংশ জমির হেবা দলিল করে তাকে দিয়ে কৌশলে সই করে নিজের নামে লিখে নিয়েছে তার সন্তান রফিক কাজী।
এ ঘটনায় সোমবার তিনি বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা করলে পুলিশ রফিক কাজীকে গ্রেফতার করে।
রাজবাড়ী সদর থানার এস.আই মাসুদুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত রফিক কাজীকে আটক করা হয়েছে। গতকাল ২৪শে জানুয়ারী বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।