॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৯ই আগস্ট রাত ৮টার দিকে পাংশা বাসস্ট্যান্ডের কাছে কামারপাড়া সড়কের মাথায় অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ বিক্রেতা আনোয়ার হোসেন (৩৭)কে গ্রেফতার করেছে। সে গোয়ালন্দ উপজেলার মালাপট্টি এলাকার বাদশা শেখের ছেলে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই রাম প্রসাদ ও এএসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে এএসআই আবু বকর সিদ্দিক বাদী হয়ে তার বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পাংশার বাসস্টান্ড এলাকা থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
