Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় ট্রাফিক সপ্তাহের ৫ম দিনে ৪৬টি মামলা ও ৫টি মোটর সাইকেল আটক

॥মোক্তার হোসেন॥ পাংশা মডেল থানা পুলিশ চলমান ট্রাফিক সপ্তাহ-২০১৮ এর ৫ম দিন গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে মোটরযান আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রেজিস্ট্রেশনসহ আনুসঙ্গিক কাগজপত্র বিহীন ৫টি মোটর সাইকেল আটক করেছে।
এদিকে গতকাল ৯ই আগস্ট দুপুর দেড়টার দিকে পাংশা টেম্পু স্ট্যান্ডে ট্রাফিক সপ্তাহের অভিযানের মধ্যে পড়েন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান উত্তম কুমার কুন্ডু। এ সময় প্রাইভেট কারের নিজ আসন থেকে বের হয়ে জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু ও তার ড্রাইভার গাড়ীর বৈধ কাগজপত্র পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহকে দেখান। তিনি গাড়ীর সকল প্রকার বৈধ কাগজপত্র পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে সরকারী আইন-কানুনের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। চলমান ট্রাফিক সপ্তাহের কার্যক্রমকে স্বাগত জানান তিনি।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ শহরের টেম্পু স্ট্যান্ডে অভিযান চালায়। উল্লেখিত স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র পর্যবেক্ষণ করেন। এ সময় শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, চলমান ট্রাফিক সপ্তাহের আওতায় ৫ম দিন গতকাল বৃহস্পতিবার বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক আছে কি-না তা চেকপোস্ট বসিয়ে পর্যবেক্ষণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে মোটরযান আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রেজিস্ট্রেশনসহ আনুসঙ্গীক কাগজপত্র বিহীন ৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে।