॥দেবাশীষ বিশ্বাস॥ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৯ই আগস্ট বিকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা আদিবাসী ফোরামের আহ্বায়ক আর.কে সরকার রঞ্জিতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশেক হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক।
অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি কাঞ্চন সরকার, বালিয়াকান্দি উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি হরিপদ সরকার, আদিবাসী নেতা রামপদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশেক হাসান বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারী সহায়তার পাশাপাশি আদিবাসীদের প্রধান দায়িত্ব হবে নিজেদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। সংগঠনের মধ্যে যেসব অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সেগুলো মিটিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আদিবাসীদের ন্যায দাবী-দাওয়া থাকলে সেগুলো নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে, প্রয়োজনে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করতে হবে। আদিবাসীদের সরলতার সুযোগ নিয়ে কেউ যেন তাদেরকে হয়রানী না করতে পারে সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষগণ র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।