॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের আটদাপুনিয়ায় নিজ বসত ঘরে দুই সন্তানের জননী আদুরী আক্তার লিমা (২৫)কে গলাকেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গত ৮ই আগস্ট নিহতের স্বামী রড মিস্ত্রি মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। গত ৭ই আগস্ট দিবাগত রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। রাজবাড়ী থানার মামলা নং-৭। ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোর্ড। রাজবাড়ী থানার এস.আই বদিয়ার রহমান মামলাটি তদন্ত করেছেন।
মামলা সুত্রে প্রকাশ, মিজানুর রহমান কক্সবাজার জেলার উখিয়ায় রড মিস্ত্রির কাজ করেন। বাড়ীতে তার স্ত্রী লিমা এবং দুই ছেলে আবির(৪) ও কবির(২) বসবাস করতো। গত ৭ই আগস্ট রাত ১০টা দিকে লিমা ও তার দুই ছেলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে লিমার শ^শুর করিম মৃধা প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে নাতির কান্নার শব্দ শুনে আদুরীর ঘরের সামনে যান। ঘরের দরজা খোলা দেখে তিনি ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখেন লিমা গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। আবির তার মায়ের বুকের উপর শুয়ে কান্না করছে ও কবির ঘুমিয়ে আছে। এরপর লিমার শ^শুর করিম মৃধা বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে তার ছেলে মিজানুরকে জানান। মিজানুরের ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা ওই দিন রাত ১০টা থেকে রাত ১২টার যেকোন সময় তার স্ত্রী লিমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বদিয়ার রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ২জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে তারা জড়িত কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আটদাপুনিয়ায় গৃহবধুকে লিমাকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা
