Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার কর্মসূচী সমাপ্ত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৩শে জানুয়ারী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৭ এর দু’দিন ব্যাপী কর্মসূচী সমাপ্ত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুর রহমান তালুকদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
বক্তাগণ শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশের জন্য অনুপ্রেরণা জোগাতে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউআরসি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ১১৯জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এরআগে গত রবিবার পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।