॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ৮ই আগস্ট থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১লা ডিসেম্বর পর্যন্ত চলবে। জনস্বার্থে এই স্মার্ট কার্ড বিতরণের সময়-সূচী নীচে দেয়া হলো।
রাজবাড়ী পৌরসভা ঃ রাজবাড়ী পৌরসভা এলাকার নাগরিকদের মধ্যে আগামী ৩০শে আগস্ট পর্যন্ত সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এর মধ্যে ১১ই আগস্ট ধুঞ্চি ও বিনোদপুরের ১নং ওয়ার্ড অংশের মহিলাদের মধ্যে, ১২ই আগস্ট লক্ষ্মীকোল ও নূরপুরের ১ ও ২ নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ১৩ই আগস্ট বিনোদপুর, মাধবলক্ষ্মীকোল ও লক্ষ্মীকোল ২নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ১৪ই আগস্ট সোনাকান্দর, বিনোদপুর, কাজীকান্দা ও চককেষ্টপুরের ২, ৩ ও ৪ নং ওয়ার্ড অংশের পুরুষদের মধ্যে, ১৬ই আগস্ট সোনাকান্দর, বিনোদপুর, কাজীকান্দা ও চককেষ্টপুরের ২, ৩ ও ৪ নং ওয়ার্ড অংশের মহিলাদের মধ্যে, ১৮ই আগস্ট সজ্জনকান্দার ৪ ও ৫ নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ১৯শে আগস্ট শ্রীপুর, সজ্জনকান্দা, হোসনাবাদ ও ভবাণীপুরের ৫ ও ৬ নং ওয়ার্ড অংশের পুরুষদের মধ্যে, ২০শে আগস্ট শ্রীপুর, সজ্জনকান্দা, হোসনাবাদ ও ভবাণীপুরের ৫ ও ৬ নং ওয়ার্ড অংশের মহিলাদের মধ্যে, ২৫শে আগস্ট শ্রীপুর ও সজ্জনকান্দার ৬ নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ২৬শে আগস্ট চরলক্ষ্মীপুরের ৭নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ২৭শে আগস্ট ভবাণীপুর, সজ্জনকান্দা ও বড়ল´ীপুরের ৭ ও ৮ নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ২৮শে আগস্ট বিনোদপুরের ৮ নং ওয়ার্ড অংশের পুরুষ ও মহিলাদের মধ্যে, ২৯শে আগস্ট ভবাণীপুর, ধুঞ্চি, লক্ষ্মীকোল চরমহেশপুর ও বিনোদপুরের ৮ ও ৯ নং ওয়ার্ড অংশের পুরুষদের মধ্যে এবং ৩০শে আগস্ট ভবাণীপুর, ধুঞ্চি, লক্ষ্মীকোল চরমহেশপুর ও বিনোদপুরের ৮ ও ৯ নং ওয়ার্ড অংশের মহিলাদের মধ্যে এইস্মার্ট কার্ড বিতরণ করা হবে।
সদর উপজেলা ঃ আগামী ১লা সেপ্টেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত সদর উপজেলার ১৪টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এর মধ্যে ১লা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দাদশী ইউনিয়নের, ৮ই সেপ্টেম্বর হতে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত ভবদিয়ার আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বরাট ইউনিয়নের, ১৫ই সেপ্টেম্বর হতে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয়ে পাঁচুরিয়া ইউনিয়নের, ১৯শে সেপ্টেম্বর হতে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত সুরাজ মোহনী ইনস্টিটিউটে খানখানাপুর ইউনিয়নের, ২৬শে সেপ্টেম্বর হতে ১লা অক্টোবর পর্যন্ত মধুপুর আলহাজ্ব নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শহীদওহাবপুর ইউনিয়নের, ৩রা অক্টোবর হতে ১০ই অক্টোবর পর্যন্ত উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে বসন্তপুর ইউনিয়নের, ১৩ই অক্টোবর হতে ১৬ই অক্টোবর পর্যন্ত সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে সুলতানপুর ইউনিয়নের, ১৮ই অক্টোবর হতে ২২শে অক্টোবর পর্যন্ত মূলঘর উচ্চ বিদ্যালয়ে মূলঘর ইউনিয়নের, ২৪শে অক্টোবর হতে ২৮শে অক্টোবর পর্যন্ত আলাদিপুর উচ্চ বিদ্যালয়ে আলীপুর ইউনিয়নের, ৩০শে অক্টোবর হতে ৩রা নভেম্বর পর্যন্ত মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রামকান্তপুর ইউনিয়নের, ৫ই নভেম্বর হতে ১০ই নভেম্বর পর্যন্ত বানীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বানীবহ ইউনিয়নের, ১২ই নভেম্বর হতে ১৫ই পর্যন্ত সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ১৭ই নভেম্বর হতে ২০শে নভেম্বর পর্যন্ত গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিজানপুর ইউনিয়নের, ২২শে নভেম্বর হতে ২৬শে নভেম্বর চন্দনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চন্দনী ইউনিয়নের ও ২৮শে নভেম্বর হতে ১লা ডিসেম্বর পর্যন্ত বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজে খানগঞ্জ ইউনিয়নের নাগরিকদের মধ্যে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
জেনে নিন : রাজবাড়ী পৌরসভাসহ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের স্মার্ট পরিচয়পত্র বিতরণের তারিখ
