Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ৮ই আগস্ট বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা চেয়ারম্যান এডঃ এম.এ খালেক। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ ও পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এরশাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফখর উদ্দিন শিকদার, পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ ইন্সপেক্টর মোঃ জহুরুল ইসলাম, নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, পৌর কাউন্সিলরগণ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট কার্ড নিতে আসা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাজবাড়ী জেলায় স্মার্ট কার্ড বা উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বিতরণের প্রথম পর্যায়ে জেলা সদরের ভোটাররাই প্রথমে পাচ্ছেন স্মার্টকার্ড। তারপর পাংশা উপজেলায় এ কার্যক্রম গ্রহণ করা হবে।
গতকাল বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী সদর উপজেলায় বসবাসকারী বিভিন্ন পর্যায়ের জন প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ ৩৬জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগ ও সাধারণ মানুষের বিভিন্ন ক্ষেত্রে সুবিধার কথা বিবেচনা করে আজকে এই স্মার্টকার্ড বিতরণ করা হচ্ছে। যা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই স্মার্ট কার্ড দিয়ে নাগরিকত্বের যাবতীয় তথ্য প্রমাণসহ যে কোন নাগরিক কার্ডটি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কার্ড বিতরণের জন্য পৌরসভার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। যেহেতু এই কার্ড বিতরণে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের প্রয়োজন হয়, সেহেতু পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এই কার্ড বিতরণে সমস্যা হতে পারে। তাই সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বিতরণের যে উদ্যোগ নেয়া হয়েছে তা ঠিক আছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সরকার জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে ২০০৭ সালে প্রথমে জাতীয় পরিচয়পত্র বিতরণ করে-যার আলোকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন হয়। ২০০৭ সালের পর থেকে শুধু নির্বাচনই নয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় সুবিধা পেতে জনগণ জাতীয় পরিচয়পত্রকে তাদের নাগরিকত্ব প্রমাণের দলিল হিসেবে ব্যবহার করছে। সেই সুবিধাকে আরও আধুনিক করতে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে যাতে আরও সহজ করা যায় সেই লক্ষ্যে আজকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। নাগরিকদের এই উন্নত বিশ্বের মতো সুবিধা দিতে সরকার ৫ হাজার কোটি টাকার খরচ করে এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করছে। তারই ধারাবাহিকতায় আজকে কার্ড বিতরণের মাধ্যমে রাজবাড়ী জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। আজকের উদ্বোধনীর পর রাজবাড়ী সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আগামীকাল ৯ই আগস্ট থেকে পৌরসভার সকল ওয়ার্ডের নাগরিকরা নির্দিষ্ট তারিখে কার্ড গ্রহণ করতে হবে। নাগরিকদের সুবিধার জন্য যাদের কার্ড হারিয়ে গেছে তারাও যাতে ওই একই স্থান থেকে কার্ড গ্রহণ করতে পারে সে জন্য ব্যাংক বুথের ব্যবস্থা করা হবে। যেখানে নির্ধারিত ফি জমা দিয়ে কার্ড নিতে হবে। এ জন্য জেলার সকল নাগরিককে গুরুত্বপূর্ণ এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, রাজবাড়ী পৌরসভা এলাকায় আজ ৯ই আগস্ট থেকে আগামী ৩০শে আগস্ট পর্যন্ত সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এবং ১লা সেপ্টেম্বর থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত বক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দাদশী ইউনিয়ন, ৮ই সেপ্টেম্বর হতে ১২ই সেপ্টেম্বর পর্যন্ত ভবদিয়ার আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে বরাট ইউনিয়ন, ১৫ই সেপ্টেম্বর হতে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয়ে পাঁচুরিয়া ইউনিয়ন, ১৯শে সেপ্টেম্বর হতে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত সুরাজ মোহনী ইনস্টিটিউটে খানখানাপুর ইউনিয়ন, ২৬শে সেপ্টেম্বর হতে ১লা অক্টোবর পর্যন্ত মধুপুর আলহাজ্ব নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শহীদওহাবপুর ইউনিয়ন, ৩রা অক্টোবর হতে ১০ই অক্টোবর পর্যন্ত উদয়পুরের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর আলী মর্জি উচ্চ বিদ্যালয়ে বসন্তপুর ইউনিয়ন, ১৩ই অক্টোবর হতে ১৬ই অক্টোবর পর্যন্ত সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে সুলতানপুর ইউনিয়ন, ১৮ই অক্টোবর হতে ২২শে অক্টোবর পর্যন্ত মূলঘর উচ্চ বিদ্যালয়ে মূলঘর ইউনিয়ন, ২৪শে অক্টোবর হতে ২৮শে অক্টোবর পর্যন্ত আলাদিপুর উচ্চ বিদ্যালয়ে আলীপুর ইউনিয়ন, ৩০শে অক্টোবর হতে ৩রা নভেম্বর পর্যন্ত মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে রামকান্তপুর ইউনিয়ন, ৫ই নভেম্বর হতে ১০ই নভেম্বর পর্যন্ত বানীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বানীবহ ইউনিয়ন, ১২ই নভেম্বর হতে ১৫ই পর্যন্ত সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ১৭ই নভেম্বর হতে ২০শে নভেম্বর পর্যন্ত গোদার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিজানপুর ইউনিয়ন, ২২শে নভেম্বর হতে ২৬শে নভেম্বর চন্দনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চন্দনী ইউনিয়ন ও ২৮শে নভেম্বর হতে ১লা ডিসেম্বর পর্যন্ত বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজে খানগঞ্জ ইউনিয়নের নাগরিকদের মধ্যে এই স্মার্টকার্ড বিতরণ করা হবে।