Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে বাগান থেকে অর্ধশত মেহগনী গাছ চুরির অভিযোগ

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দক্ষিণ উজানচর বাহাদুরপুর গ্রামে ১৫বছর আগে রোপিত সোহেল আল মাহমুদের মেহগনী বাগান থেকে অর্ধশত গাছ চুরির অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক সোহেল আল মাহমুদ জানান, ২৫বছর আগে তার বাবা মৃত ইউসুফ আলী শেখ ওই জমিটি ক্রয় করে। ১০বছর কৃষি আবাদ করার পর ১৫বছর আগে তিনি সেখানে মেহগনী গাছের বাগান করেন। গতকাল ৮ই আগস্ট সকালে তিনি বাগান পরিচর্যা করতে গিয়ে দেখতে পান, বাগানের অন্তত ৫০টি ছোট-বড় মেহগনী গাছ দূর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। এ পরিস্থিতিতে খোঁজ-খবর করে তিনি জানতে পারেন, স্থানীয় আফছার খান(৫০) এর লোকজন নিয়ে একদিন আগে গোপনে গাছগুলো কেটে নিয়ে গেছে।
তিনি আরো জানান, চাকরীর সুবাদে তারা স্বামী-স্ত্রী দু’জনই বাড়ীর বাইরে থাকার সুযোগে আফছার খান তাদের এ ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
এ বিষয়ে অভিযুক্ত আফছার খান বলেন, ওই মেহগনী বাগানের মধ্যে আমার ৯ শতাংশ জমি আছে, যা তারা দীর্ঘদিন ধরে জবর-দখল করে ভোগ করছে। এ ব্যাপারে আমি ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েছিলাম। ইউপি চেয়ারম্যান একাধিকবার নোটিশ ইস্যু করলেও তারা সেখানে যায়নি। তারা কোন আপোষ-মিমাংসায়ও বসেনি। তাই আমি আমার জায়গায় যে গাছগুলো ছিল তা কেটে নিয়েছি।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর বলেন, আফছার খান অভিযোগ দিয়েছিলেন ঠিকই, তবে সেই অভিযোগের শুনানী বা মিমাংসা হয়নি। এ পরিস্থিতিতে তিনি কোনভাবেই বাগানের গাছ কাটতে পারেন না। এটা কোনভাবেই সমর্থন করা যায় না। অভিযোগকারীর ইউনিয়ন পরিষদের উপর আস্থা না থাকলে তিনি আদালতে যেতে পারতেন।