Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী এলজিইডির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ৮ই আগস্ট রাজবাড়ী এলজিইডির উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী এলজিইডির সম্মেলন কক্ষে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে এলজিইডিতে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানেরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম। ৩টি ক্যাটাগরীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস। এ সময় রাজবাড়ী এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী পূর্ণেন্দু সাহাসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমুর রেজা ও জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মোঃ গোলাম আলী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিইডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস প্রতিযোগিদের উদ্দেশ্যে বলেন, জাতির জনকের আদর্শ মনে প্রাণে লালন করার জন্য আজকের এই প্রতিযোগিতা। তোমরা তার আদর্শ বুকে ধারণ করবে। তাহলে ভবিষ্যতে ভাল মানুষ হতে পারবে। ভাল শিল্পী হতে পারবে।