Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় ট্রাফিক সপ্তাহের ৩য় দিনে ৬৪টি মামলা॥৮টি মোটর সাইকেল আটক

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় ট্রাফিক সপ্তাহ-২০১৮ এর তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে মোটরযান আইনে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রেজিস্ট্রেশনসহ আনুসঙ্গিক কাগজপত্র বিহীন ৮টি মোটর সাইকেল আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশ পাংশা বাজার, দরগাতলা বাজার, পাংশা বাসস্ট্যান্ড ও মৈশালা বাসস্ট্যান্ডে অভিযান চালায়। উল্লেখিত স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেলের রেজিস্ট্রেশনসহ আনুসঙ্গিক কাগজপত্র না থাকায় ৬৪টি মামলা দায়ের এবং ৮টি মোটর সাইকেল পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, গত রবিবার ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ট্রাফিক সপ্তাহ-২০১৮ শুরু করা হয়। জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে প্রথম দিনে র‌্যালী ও আলোচনা সভা করা হয়। ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার অভিযানে মোটরযান আইনে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে রেজিস্ট্রেশনসহ আনুসঙ্গিক কাগজপত্র বিহীন ৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে বলে জানান তিনি। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চলে।