Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়ায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত॥পৃথক ঘটনায় ৩জন আহত

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ দৌলতদিয়া-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পেট্রোল পাম্পের সামনে গতকাল ৬ই আগস্ট বিকেলে পন্যবাহি ট্রাকের ধাক্কায় রিক্সার যাত্রী পারভেজ শেখ(১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার মান্নান শেখের ছেলে।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া পেট্রোল পাম্পের সামনে রিক্সাযোগে পারভেজ বাড়ি যাচ্ছিল। এ সময় নদী পাড়ি দিয়ে আসা খুলনাগামী একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৫৭০) দ্রুত গতিতে যাওয়ার সময় পাশ থেকে রিক্সাটিকে ধাক্কা মারলে ছিটকে পড়ে পারভেজ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
অপরদিকে এ ঘটনার কিছুক্ষণ মহাসড়কের গোয়ালন্দ ফিডমিলের কাছে বরিশাল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস(ঢাকা-মেট্রো ব-১৪-৬৭৬৬) সামনে থাকা পাট বোঝাই ঘোড়ার গাড়িকে ধাক্কা মারলে ৩জন আরোহী ছিটকে মহাসড়কের পাশে পড়ে। ঘোড়ার গাড়ির সামনে থাকা স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার এহতেশামুল হক বাবর মিয়ার প্রাডো ল্যান্ডক্রুজার গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ-১৫-৩৩০২) ঢাকা যাচ্ছিল। হানিফ পরিবহনের বাসটি ঘোড়ার গাড়িকে ধাক্কা মেরে সামনে থাকা বাবর মিয়ার গাড়িকে ধাক্কা মারে। এতে বাবর মিয়ার গাড়ির পিছনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
অপরদিকে ঘোড়ার গাড়ির আরোহী খালেক মন্ডল(৬৫), আবুল হোসেন মন্ডল(৪০) ও আহম্মদ মন্ডল (২১) তিনজনই গুরুতর আহত হয়। তাদের বাড়ি স্থানীয় দৌলতদিয়া যদু ফকির পাড়া। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ জানান, পৃথক দুর্ঘটনায় ট্রাক ও যাত্রীবাহি বাসটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।