॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৫ই আগস্ট রাতে অভিযান চালিয়ে পৃথক মামলার ৩জন আসামীকে গ্রেফতার করেছে।
জানাযায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই মুন্সী কামরুজ্জামান ও এস.আই রাম প্রসাদসহ সঙ্গীয় পুলিশ গত রবিরার রাতে অভিযান চালিয়ে পাট্টা ইউপির নিভা উত্তরপাড়া গ্রামের আকমল হোসেন, একই গ্রামের খায়রুল ইসলাম ও কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামের আনন্দ মন্ডলকে গ্রেফতার করে।
আনন্দ মন্ডলকে পাংশা পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে পাংশা মডেল থানার ১টি চুরি মামলা নং-২১, তাং-২৫/০৫/২০১৮ এর আসামী। এছাড়া আকমল হোসেন ও খায়রুল পাংশা মডেল থানার মামলা নং-১৫, তাং-২৩/০৫/২০১৮ মারামারী মামলার আসামী বলে জানা গেছে।
পাংশায় পৃথক মামলার ৩জন আসামী গ্রেপ্তার
