Site icon দৈনিক মাতৃকণ্ঠ

র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পাংশা উপজেলায় ট্রাফিক সপ্তাহ শুরু

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার উদ্যোগে গতকাল রবিবার ‘আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ী’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে ট্রাফিক সপ্তাহ-২০১৮ শুরু করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জানাযায়, গতকাল ৫ই আগস্ট সকাল সাড়ে ১১টার সময় পাংশা মডেল থানা চত্বরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ’র সভাপতিত্বে ট্রাফিক সপ্তাহ-২০১৮ র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মুহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ নুরুল ইসলাম, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম নাসিম আখতার, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব মোনা বিশ্বাস, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম খান, সরিষা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সোবাহান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, পাংশা পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল আলীম মুন্সী ও বাদশা মন্ডল, পাংশা উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশা মডেল থানা চত্বর থেকে শুরু হওয়া র‌্যালীটি পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে পাংশা ডাকবাংলো চত্বরে সমাবেশে সড়কে যানবাহন চলাচলে আইন মেনে চলা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকা, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি না করা সর্বপরি পাংশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ সমাপনী বক্তব্য রাখেন।