॥শিহাবুর রহমান॥ ভাল বেতনে মালয়েশিয়ায় চাকুরীর কথা বলে এক যুবকের কাছ থেকে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাজবাড়ী থানায় ৪জন প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ২রা আগস্ট প্রতারণার শিকার নবু খা নামের ওই যুবক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রাজবাড়ী থানার মামলা নং-৩, ধারাঃ ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড। আসামীরা হলো ঃ ঢাকা রমনা থানার আকরাম টাওয়ারের রাকিবুল ইসলাম(২৭), ফয়সাল(৩০), বহর মিয়া(৩২) ও বাহাদুর(৩৫)। মামলার বাদী নবু খা সদর উপজেলার জৌকুড়া গ্রামের তোমছেল খার ছেলে।
মামলা সুত্রে জানাযায়, রাকিবুল ও ফয়সাল পূর্ব থেকেই নবু খার পরিচিত। সেই সুবাদে মাঝে মধ্যেই তারা নবু খার বাড়ীতে যাতায়াত করতো। যাতায়াতের এক পর্যায়ে তারা তাকে বলে ৫লক্ষ টাকা দিলে বহর ও বাহাদুরের মাধ্যমে মালয়েশিয়ায় ভাল বেতনে চাকুরী দিতে পারবে। তাদের কথায় বিশ^াস করে নবু খা রাজী হয়। বিগত ২০১৬ সালের ১৫ই আগস্ট নবু খা তাদের ২লক্ষ টাকা প্রদান করে। এরপর বাকী ৩লক্ষ টাকা সে ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখা হতে ও বিকাশের মাধ্যমে বিভিন্ন মেয়াদে তাদেরকে পরিশোধ করে। কিন্তু টাকা পেয়ে তারা তাকে মালয়েশিয়ায় না নিয়ে ঘুরাতে থাকে। দীর্ঘ দিন পরেও তারা তাকে মালয়েশিয়ায় না পাঠালে সে টাকা ফেরত চায়। কিন্তু প্রতারক চক্র টাকা ফেরত দিতে অস্বীকার করে।
এ ঘটনায় নবু খা বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলাটি দায়ের করে।
বিদেশে পাঠানোর নামে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়ার রাজবাড়ীতে ৪জন প্রতারকের বিরুদ্ধে থানায় মামলা
