শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলীর সাথে গতকাল ২রা আগস্ট রাত সোয়া ১০টায় তার বাসভবনে সাক্ষাৎ করে রাজবাড়ী জেলা ওলামা লীগের নবগঠিত কমিটির আহবায়ক মাওলানা মোস্তফা মহইদউল মোর্শেদ, যুগ্ম-আহবায়ক হাফেজ মাওলানা আবুল বাশার ও মাওলানা মোঃ আব্দুল করিমের নেতৃত্বে সদর উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব এবং উপ-প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল ২রা আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি জেলা, পৌর এবং ৫টি উপজেলার ওলামা লীগের আহবায়ক কমিটির অনুমোদন দেন -মাতৃকণ্ঠ।
শিক্ষা প্রতিমন্ত্রীকে রাজবাড়ী জেলা ওলামা লীগের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা
