Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মদাপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালীবাড়ী এলাকায় গতকাল ২২শে জানুয়ারী সকাল ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হয়ে মোটর সাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে।
নিহতরা হলো ঃ পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের হবিবর মন্ডলের স্ত্রী সাজেদা বেগম(৬০) ও তার ছেলে হুমায়ন আহম্মদ রাজ্জাক(৩০)। নিহত রাজ্জাক মন্ডল হুমায়ুন সেমকো কীটনাশক কোম্পানীর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল ও সরিষা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
গতকাল রবিবার সকালে রাজবাড়ীর আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য তারা ছেলে ও মা মোটর সাইকেলযোগে বাড়ী থেকে রওনা দিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালীবাড়ী এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি লোকাল বাস(রাজবাড়ী-জ-১১-০০০৪) তাদেরকে ধাক্কা দেয়। এ সময় তারা ছিটকে পড়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাকের(বিথী এন্টার প্রাইজ-ঝিনাইদহ-ট-০৫-০০৩৫) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতদের স্বজনেরা পাংশা হাইওয়ে থানায় ছুটে এলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সরিষা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ মকবুল হোসেন বলেন, মা ও ছেলের এই মর্মান্তিক মৃত্যু দেখে সকলের হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে।
পাংশা হাইওয়ে থানার ইন্সপেক্টর শেখ মাহফুজুর রহমান জানান, ঘাতক বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করেছে। পরে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ বিনা ময়না তদন্তে দাফন করা হয়।
এদিকে গতকাল রবিবার বিকেলে জেলা প্রশাসক জিনাত আরা তার অফিস কক্ষে সরকারী তহবিল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও ছেলের স্বজনদের হাতে ২০হাজার টাকা অনুদান প্রদান করেন।