Site icon দৈনিক মাতৃকণ্ঠ

৯টি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করলেন শিক্ষা প্রতিমন্ত্রী

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ২রা আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে যুব সংগঠনসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
এ সময় পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেনসহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও চেক নিতে আসা যুব সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার ৯টি যুব সংগঠনের মধ্যে ১টিকে ২৫ হাজার টাকার এবং ৮টি সংগঠনকে ২০হাজার টাকা করে মোট ১লক্ষ ৮৫হাজার চেক প্রদান করা হয়।