॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী গতকাল ২৯শে জুলাই দুপুরে রাজবাড়ী থানা ও জেলা কারাগার পরিদর্শন করেন।
রাজবাড়ী থানা পরিদর্শনকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদীয়া শাহনাজ খানম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম এবং থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামালসহ অন্যান্য অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক থানা পরিদর্শনের উদ্দেশ্যে সেখানে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামালের নেতৃত্বে থানা পুলিশের সুসজ্জিত চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার অপরাধ চিত্র পর্যালোচনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ছক অনুযায়ী থানার সার্বিক কার্যক্রম নিয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসারদের সাথে আলোচনা করেন এবং পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
এরপর দুপুর ২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলী জেলা কারাগার পরিদর্শনে গেলে কারারক্ষীদের সুসজ্জিত চৌকস একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর কারা অভ্যন্তরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শওকত আলীকে জেল সুপার মোঃ আনোয়ারুল করিম কারাবন্দীদের তথ্যাদি সম্বলিত একটি তথ্যচিত্র অবহিত করেন।
জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও রন্ধনশালাসহ কারাভ্যন্তর চত্বর দেখেন এবং কারাবন্দীদের খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।