Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার হাবাসপুরে ড.কাজী মোতাহার হোসেনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আজ

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ব্যক্তিত্ব, জ্ঞানতাপস, প্রগতিশীল চিন্তাবিদ, বিজ্ঞানী, খ্যাতিমান দাবাড়ু ও জাতীয় অধ্যাপক মহামনীষী ড.কাজী মোতাহার হোসেনের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ৩০শে জুলাই সকাল ১০টায় পাংশা উপজেলার হাবাসপুরে তার নামে প্রতিষ্ঠিত কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা। রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও ড.কাজী মোতাহার হোসেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ড. এম.এ মাজেদ, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, মেহেরপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ড. নাজমা হক, পাংশার এয়াকুব আলী স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ।