॥শিহাবুর রহমান/চঞ্চল সরদার॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিক করা হবে এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ানো হবে। আমি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
গতকাল ২৮শে জুলাই সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ওলামা লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ী জেলার অধিকাংশ মাদ্রাসায় নতুন ভবন দেয়া হবে। আমি মনে প্রাণে চেষ্টা করছি আল্লাহ আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালন করার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে মাদ্রাসা শিক্ষকদের আরো সুযোগ সুবিধা দেয়া হবে।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, প্রফেসর ফখরুজ্জামান মুকুট ও ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে বড় মমসজিদের খতিব আলহাজ্ব হাফেজ শাহজাহান, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আবুল কাশেম, ভগিরাথপুর ফাজিল মাদ্রাসার সুপার মাওঃ মোস্তফা খান, শ্রীপুর ফাজিল মাদ্রাাসারসহ শিক্ষক মোঃ আঃ করিম, সেনগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আউয়াবুল্লাহ ইব্রাহিম, ভান্ডারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা মহিউদ্দিন মোরশেদ প্রমুখ বক্তব্য দেন।
মতবিনিময় সভায় মোস্তফা মহিউদ্দিন মোরশেদকে আহবায়ক ও মোঃ আবুল বাশারকে সদস্য সচিব করে রাজবাড়ী জেলা ওলামালীগের আহবায়ক কমিটি করা হয়। একই সাথে রাজবাড়ী সদর, রাজবাড়ী পৌর, গোয়ালন্দ উপজেলা, বালিয়াকান্দি উপজেলা, কালুখালী উপজেলা ও পাংশা উপজেলা ওলামালীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।