Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে গতকাল ২৮শে সকালে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি রাজবাড়ীর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্যবীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোঃ লতিফুর রহমান, পাংশার সফল মৎস্যচাষী সুশীল কুমার, সদর উপজেলার সফল মৎস্যচাষী নিয়ামত সিকদার ও বালিয়াকান্দি উপজেলার সফল মৎস্যচাষী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার।
এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং পুরস্কারপ্রাপ্ত ৫টি উপজেলার মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতিসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রচারণা, র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, সদর উপজেলা মৎস্যবীজ উৎপাদন খামারে মৎস্য মেলার বিভিন্ন দিক, বর্তমান সরকারের মৎস্য সেক্টরের অর্জিত অগ্রগতি সম্পর্কে প্রামাণ্যচিত্র প্রদর্শন, পদ্মা নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস ও জরিমানা, মৎস্য চাষ সম্পর্কে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এছাড়াও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা অর্জনসহ মৎস্য ক্ষেত্রে অর্জিত সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনার শেষে রাজবাড়ী জেলার ৫টি উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।