॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল ২৬শে জুলাই বিকেলে পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে টাইব্রেকারে বাবুপাড়া ইউপির ব্রহ্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে নাদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়াও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে যশাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পাট্টা ইউপির নিভা গুরুদাস সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উভয় খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারে নাই।
খেলার উদ্বোধনী পর্বে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন ও পাংশা জর্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পাংশা মডেল থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রফি বিতরণ
