॥মুক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল ২৪শে জুলাই সকালে পাংশা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে সুশীল কুমার দে ও স্বরূপ কুমার দে নামের ২ জন দোকানীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
অভিযানকালে জব্দকৃত লক্ষাধিক টাকা মূল্যের ৫০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাংশা মডেল থানার পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও ফরমালিন বিরোধী অভিযানের অংশ হিসেবে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
জব্দকৃত লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ জাল ধ্বংস॥ভ্রাম্যমান আদালতে পাংশার দুই কারেন্ট জাল বিক্রেতার জরিমানা
