॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ১৯তম বার্ষিক সাধারণ সভা গত ১৯শে জানুয়ারী দুপুরে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সুদর্শন রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হান্নান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুর রউফ বিশ্বাস এবং বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম। সঞ্চালনা করেন শহীদ জিয়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম।
সভায় সমিতির টাকা নিয়ম অনুযায়ী ব্যাংকে না রেখে নিজের কাছে রাখায় সদস্যদের তোপের মুখে পড়েন সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সালাম। এছাড়াও তিনি নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
২০১৬ সালের অডিট রিপোর্টে দেখা যায়, তার কাছে ১লক্ষ ৫০হাজার ৬৮টাকা রয়েছে। অথচ গঠনতন্ত্র অনুযায়ী, সমিতির সাধারণ সম্পাদক জরুরী খরচ মেটানোর জন্য সর্বোচ্চ ১হাজার টাকা নিজের কাছে রাখতে পারেন। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখার কথা। এ কারণে সভায় সদস্যরা অতিথিদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে এবং তার কাছে কৈফিয়ত চান ও টাকা সমিতির ফান্ডে জমা দানের আহবান জানান।