॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার তালতলা থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩ কিলোমিটারের দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও উন্নয়ন কাজের নিয়োজিত ঠিকাদারের নির্মাণাধীন লেবার সেডে হামলা চালিয়ে দায়িত্বরত নৈশ প্রহরীদের মারপিট, ভাংচুর, লুটপাট ও ফাঁকা গুলিবর্ষণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গত ২০শে জুলাই রাতে কালুখালী উপজেলাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার নৈশ প্রহরী আইজদ্দিন শেখ ও সোহেল শেখ জানান, গত ২০শে জুলাই দিবাগত রাত ১২টার দিকে ২০/২৫জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত মোটর সাইকেলযোগে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাদেরকে মারধর করে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নেয় এবং নির্মাণাধীন লেবার সেড ভাংচুর করাসহ কাজ বন্ধ করার হুমকী দিয়ে প্রকাশ করে, মহাসড়কের এই কাজ তারা করবে। অন্য কাউকে করতে দেবে না। এরপর তারা ২রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে মোটর সাইকেলযোগে পাংশার দিকে চলে যায়।
এ ঘটনায় ওই লেবার সেডের নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক ও মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা পরদিন গত ২১শে জুলাই কালুখালী থানায় একটি জিডি করেছেন।
এ বিষয়ে চেয়ারম্যান আবুল কালাম মৃধা বলেন, ১০/১২দিন আগেও উক্ত দুর্বৃত্তরা কাজের সাইট ম্যানেজার বুলবুল আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তাদের অস্থায়ী ভাড়া বাসায় গিয়ে কাজ বন্ধ রাখার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওই ঘটনা ঘটায়। তিনি দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।
কালুখালী থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় গত শনিবার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ২২২ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার তালতলা থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩ কিলোমিটারের দ্বিতীয় অংশের সম্প্রসারণ ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। নাটোরের মীর হাবিবুল আলম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। ২মাস আগে ওয়ার্ক অর্ডার পেয়ে তারা কাজ শুরু করেছে। কাজটি বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে ২বছর।
কালুখালীতে আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ কাজের লেবার সেড ভাংচুর॥ফাঁকা গুলিবর্ষণ
