॥শিহাবুর রহমান/রফিকুল ইসলাম॥ দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
গতকাল ২২শে জুলাই বিকেলে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আলীপুর ইউনিয়নের কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নৌকা মার্কা যদি জিততে না পারে তাহলে যারা ক্ষমতায় আসবে তারা আমাদেরকে অস্বস্তিতে রাখবে। তাই সকলে মিলে শক্তিশালী কমিটি গঠন করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার জন্য নারীদের বড় ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, প্রচার সম্পাদক এডঃ শফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাধারণ সম্পাদক শেখ অহিদুজ্জামান ও আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হাসান বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ কাদের মিজি ও উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক এস.এম জাহিদুল হাসান বক্কার।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান মিন্টু, আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীন খান ও আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।