Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের ইন্তেকাল॥সামরিক মর্যাদায় দাফন

॥মোহাম্মদ গোলাম আলী॥ রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সেনাবহিনীর অবঃ কর্পোরাল মোঃ শহিদুল ইসলাম খান সবুর(৬৩) গতকাল ২১শে জুলাই সকাল সোয়া ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি —— রাজিউন)।
গতকাল শনিবার সন্ধ্যায় তার মরদেহ রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। এরপর পৌর শিশু পার্কে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দলের গার্ড অব অনার প্রদান করেন। বাদ এশা শহরের খানকা শরীফ বড় মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
রাত ১১টায় যশোর সেনানিবাসের ১৯ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন আব্দুল মুকিতের নেতৃত্বে ১৮জন সেনা সদস্যের একটি দল কর্তৃক সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ২নং পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম খান বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্পোরাল পদ থেকে অবসর গ্রহণ করেন। ইতিপূর্বে একবার স্ট্রোক করার পর চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ্য হন। গত ৭ই জুলাই দ্বিতীয় দফায় ব্রেন স্ট্রোক করার পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।